RG Kar Protest: চিকিৎসক খুনের প্রতিবাদে ৩ প্রধানের এক স্বর। যুবভারতীর সামনে বিচার চেয়ে জুটল লাঠি
ABP Ananda LIVE: ডার্বি বাতিল করেও রোখা গেল না ফুটবলপ্রেমীদের প্রতিবাদ। উল্টে, আর জি করের ন্য়ক্কারজনক ঘটনার প্রতিবাদে, সব বৈরিতা ভুলে, এককাট্টা হয়ে গেলেন, ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের সমর্থকরা। ময়দানের তিনপ্রধানের ঐক্য়বদ্ধ প্রতিবাদের জেরে, নজিরবিহীন ছবি দেখল গোটা দেশ। ইতিহাস তৈরি হল কলকাতার রাজপথে। আর রং ভুলে, এক হওয়া ফুটবলপ্রেমীদের সেই আন্দোলন দমন করতে, লাঠি চালাল পুলিশ। তাতে আরও চড়ল প্রতিবাদের ঝাঁঝ।
আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে এবার মহিলাদের কেশসজ্জা নিয়ে কটাক্ষ তৃণমূলের মন্ত্রীর। 'যাঁদের বয় কাট চুল বা যাঁরা চুল স্ট্রেট করেন, তাঁরা মদের বিরুদ্ধে প্রতিবাদ করেন না'। 'তাঁরা মদ খান না, তাঁরা ড্রিঙ্ক করেন'। মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। মহিলাদের জিন্স পরা নিয়েও কটাক্ষ উদয়নের। বাংলাদেশ প্রসঙ্গ টেনেও আন্দোলনকারীদের হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। 'হাসিনাকে দেখে যাঁদের মুখে হাসি ফুটেছে, তা কী করে বন্ধ করতে হয়, তৃণমূল জানে'। 'এই কথা মাথায় রেখে সাবধানে আন্দোলন এগিয়ে নিয়েও যাও'। 'কিন্তু নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে, তা প্রতিহত করার রাস্তা জানা আছে'। হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।