(Source: ECI/ABP News/ABP Majha)
Burdwan Medical college: বর্ধমান মেডিক্যাল কলেজের ১০ সাসপেন্ডেড পড়ুয়াকে ক্লাস করার অনুমতি
ABP Ananda Live: বর্ধমান মেডিক্যাল কলেজের ১০ সাসপেন্ডেড পড়ুয়াকে ক্লাস করার অনুমতি। সাসপেন্ডেড ছাত্র-ছাত্রীকে ক্লাস করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। গত ১১ অক্টোবর এই পড়ুয়াদের সাসপেন্ড করেছিল কলেজ কাউন্সিল। এই পড়ুয়াদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। এই সব পড়ুয়াদের ক্লাস এবং হস্টেলে ঢোকা নিষিদ্ধ করে কলেজ কাউন্সিল। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, এই সাসপেন্ডেড পড়ুয়ারা ক্লাস করতে পারবেন। তবে এখনই হস্টেলে ঢুকতে পারবেন না এই পড়ুয়ারা।
১০০ দিনের টাকা পাচ্ছে না, কেন্দ্রীয় আবাস যোজনা বন্ধ হয়ে গেছে, গরু বালি এগুলোর মন্দা চলছে । গরীব মানুষদের বাড়ি দেবার জন্য এই প্রজেক্ট না, সরকারি টাকা যাতে লুঠ করতে পারে, তার জন্য এই প্রজেক্ট তৈরি করা হয়েছে', আক্রমণ সজলের । ফের বিতর্কের কেন্দ্রে আবাস যোজনা। এবার কাটোয়ায় আবাস যোজনাকে কেন্দ্র করে শুরু বিতর্ক। 'হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙিতে ২০০ পরিবারের বাস, আবাসে নাম নেই কারও'। ''বিডিও অফিসে আবেদন সত্ত্বেও নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়'।