RG Kar News: আরজি কর মেডিক্যালে ফের হামলা হলে কী ভাবে প্রতিহত করা হবে, যৌথ মহড়ায় অংশ নিল CISF -পুলিশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যালে ফের হামলা হলে কী ভাবে প্রতিহত করা হবে, যৌথ মহড়ায় অংশ নিল CISF ও কলকাতা পুলিশ। ১৪ অগাস্ট মধ্যরাতে ব্যাপক ভাঙচুর চালানো হয় আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগে। প্রশ্ন ওঠে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে। তারপরই হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেয় আদালত।
আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড়ের মধ্যেই এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হল ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে,ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্ট, ভোর ৪.০৩ নাগাদ, আর জি কর হাসপাতালের চারতলার করিডর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। হাসপাতালের সিসি ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
আরজি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও দোষীদের দ্রুত শাস্তি চেয়ে চুঁচুড়া থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে মিছিল করে থানার সামনে যান তাঁরা। পুলিশ বাধা দিতেই শুরু হয় বাকবিতন্ডা। থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।