RG Kar Protest:'ওদের নামে যেন FIR হয়', কাদের আক্রমণ করলেন কুণাল ঘোষ? ABP Ananda Live
Kunal Ghosh: নবান্নে বৈঠকে আগে ফের কুণালের নিশানায় জুনিয়র ডাক্তাররা। 'যদি মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক পরিকল্পিতভাবে অন্যায্য় জেদে ভেস্তে দিয়ে...'। 'স্বাস্থ্য ধর্মঘটের নামে বিশৃঙ্খলার চেষ্টা হলে, বাংলার কোনও রোগীর ক্ষতি হলে...'। 'নিকটবর্তী থানায় যেন দেবাশিস হালদার ও অনিকেত মাহাতোর নামে FIR হয়'। তাঁরাই চক্রান্তের মাতব্বর, নবান্নে বৈঠকের আগে পোস্ট কুণাল ঘোষের। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় বেরিয়ে আসতে পারে এবার বহু গোপন তথ্য, অজানা অধ্যায়। এখনও পর্যন্ত যা জানা যায়নি, তারও সন্ধান পেতে পারেন গোয়েন্দারা। ধর্ষণ-খুনের মামলার তদন্তে মোড় ঘোরানো তথ্য দিতে পারে তল্লাশিতে পাওয়া ৪টি হার্ড ডিস্ক। গোয়েন্দারা ঘটনার তদন্ত করার সময় এগুলি বাজেয়াপ্ত করেছিল। সিবিআইয়ের আশঙ্কা, এই হার্ডডিস্কগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করে দেওয়া হয়ে গিয়ে থাকতে পারে। এমনটাই সন্দেহ করছেন গোয়েন্দারা। তাই এগুলির ফরেন্সিক পরীক্ষা করাতে চেয়ে আদালতে অনুমতি চেয়েছিল সিবিআই। আদালতের সম্মতি পেয়ে ওই ৪টি হার্ড ডিস্কই পরীক্ষার জন্য পাঠাচ্ছে সিবিআই। চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে আর জি কর মেডিক্যালের ৪টি হার্ড ডিস্ক। কেন এমন আশঙ্কা করছে সিবিআই? ABP Ananda Live