RG Kar Live: 'এত মানুষের ঢল বৃথা যেতে পারে না', আর জি করের আন্দোলন প্রসঙ্গে বললেন মমতা শঙ্কর।
RG Kar News: শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদের ঢেউ কলকাতা থেকে জেলায়। এহেন আবহে শ্যামবাজারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিক্ষোভের মুখোমুখি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা ঘোষ। এদিন তাঁকে ঘিরে দেওয়া হয় 'গো ব্যাক' স্লোগান। এবং কোনওক্রমে তিনি নিজের গাড়িতে উঠলেও গাড়ির উপরে সজোরে আঘাত করা হয়। বাধ্য হয়েই এলাকা ছাড়ে অভিনেত্রীর গাড়ি। 'এত মানুষের ঢল বৃথা যেতে পারে না', আর জি করের আন্দোলন প্রসঙ্গে বললেন মমতা শঙ্কর। 'সুপ্রিম কোর্টের রায়ের জন্য মুখিয়ে ছিলাম', জানালেন মমতা শঙ্কর। রাত দখল ঘিরে বারাসাতে ধুন্ধুমার, আটক ১৮, পুলিত্যের বিরুদ্ধে ক্ষোভ। আর জি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে আলো নিভিয়ে প্রতিবাদে সামিল হল শহর থেকে জেলা। জুনিয়র ডাক্তারদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে, পথে নেমে মোমবাতি হাতে হাটলেন লক্ষ লক্ষ রাজ্য়বাসী।