RG Kar News: 'সিবিআইও তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত', অভিযোগ তিলোত্তমার পরিবারের | ABP Ananda LIVE
ABP ANANDA LIVE: 'পুলিশ যেমন তথ্যপ্রমাণ লোপাটে যুক্ত, তেমনি সিবিআইও তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত', আজ এমনই অভিযোগ করল তিলোত্তমার পরিবার। শিয়ালদা আদালতের বিচারক যে রায় দিয়েছেন, তার বিভিন্ন অংশেও পুলিশ এবং সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিচারক অনির্বাণ দাস তাঁর রায়ে উল্লেখ করেছেন - টালা থানার অফিসাররা শুরু থেকে বুদ্ধি লাগিয়ে, যথাযথ পদক্ষেপ নিলে, বিষয়টা এত জটিল হত না। রায়ের কপিতে আরও উল্লেখ আছে - ৯ অগাস্ট সাব ইনস্পেক্টর সৌরভকুমার ঝা প্রথমে 'জেনারেল ডায়েরি' এন্ট্রি না করলেও GD রেজিস্টারে জায়গা খালি রেখে দিয়েছিলেন। পরে সকাল ১০টা ১০-এর সময় উল্লেখ করে, সেই খালি জায়গা পূরণ করা হয়েছিল রাত ১১টায়। পাশাপাশি বিচারক রায়ে আরও উল্লেখ করে বলেছেন - CBI-এর তদন্তকারী অফিসার সীমা পাহুজা কোনও বাড়তি তদন্ত করেননি। তিনি শুধুমাত্র সাক্ষীদের আতসকাচের তলায় রেখেছেন, সাক্ষ্য়ের বিজ্ঞানসম্মত বিশ্লেষণের জন্য় পদক্ষেপ নিয়েছেন


















