RG Kar News: আর জি কর কাণ্ডের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে বিদেশেও | সবার গলায় একটাই স্বর, বিচার চায় আর জি কর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে মার্কিন মুলুকেও। হিউস্টনের এম ডি অ্যান্ডারসন হাসপাতালেও প্রতিবাদে সামিল চিকিৎসকরা।রাজ্য থেকে দেশ-বিদেশ, সবার গলায় একটাই স্বর। বিচার চায় আর জি কর। স্লোগানে গর্জে উঠল মেলবোর্ন। বিচার চায় আর জি কর, স্লোগান উঠল ব্রিস্টলেও।
মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানোর চেষ্টা হলে হাত মুচড়ে দেওয়ার নিদান সাংসদের, আন্দোলনকারী চিকিৎসকদের জনরোষের মুখে পড়ার সম্ভাবনার কথা সাংসদের মুখে, বিরোধীদের মদত দেওয়ার অভিযোগ তুলে হুঁশিয়ারি পুলিশদের একাংশকেও
আর জি কর মেডিক্য়াল-কাণ্ডে বিচার চেয়ে বাইপাশে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডান সমর্থকদের জমায়েত। ছত্রভঙ্গ করতে লাঠি চালাল পুলিশ। আর জি কর মেডিক্য়ালে হামলার রাতে পুলিশের এই তৎপরতা কোথায় ছিল? গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনের মতো, ১৪ অগাস্ট রাতে কেন সুরক্ষিত রাখা হয়নি আর জি কর হাসপাতালকে? যেখানে পুলিশ নেই বলে ম্য়াচ বাতিল করা হল, সেখানে সমর্থকদের প্রতিবাদ ঠেকাতে এত পুলিশ এল কোথা থেকে? উঠছে এমনই একাধিক প্রশ্ন।