RG Kar News: RG Kar আন্দোলনের ৩ চিকিৎসকের পোস্টিং মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের
ABP Ananda Live: ৩ চিকিৎসকের পোস্টিং বিতর্কে আদালতে প্রশ্নের মুখে রাজ্য। পোস্টিং মেধাভিত্তিক, নাকি মর্জিমাফিক? সিদ্ধান্তের ন্যায্যতা প্রমাণ করবেন কীভাবে? প্রশ্ন বিচারপতি বসুর।
রবিবারের মধ্যরাতে আগুন লাগায় খিদিরপুরে কেউ হতাহত হননি ঠিকই। কিন্তু মাস দেড়েক আগে বড়বাজারের ঋতুরাজ হোটেলে প্রাণ গিয়েছিল ১৪ জনের। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গলদ, নিয়ম না মেনে নির্মাণের মতো অভিযোগ উঠেছিল। তারপরেও শহরের বুকে একের পর এক অগ্নিকাণ্ড ঘটে গেছে। চিনার পার্কের রেস্তোরাঁ, লেকটাউনের বহুতল, সল্টলেকের কারখানা থেকে বেকবাগানের অফিস। এর মাঝে নজরদারি চালাতে কমিটি গড়েছে নবান্ন। গত মাসের ২৮ তারিখ ওই কমিটির বৈঠকে ঠিক হয়, জেলাস্তরের কমিটি রিপোর্ট দেবে রাজ্যের কমিটিকে। তারা আবার ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেবে ক্যাবিনেটে। কিন্তু সেসব হওয়ার আগেই আরও একটা অগ্নিকাণ্ড ঘটে গেল। গতকাল মধ্যরাতে।
বিজেপি শাসিত মহারাষ্ট্রে ব্রিজ ভেঙে পড়ার ঘটনাকে হাতিয়ার করে তীব্র আক্রমণ শানাচ্ছে তৃণমূল। কটাক্ষের সুরে কুণাল ঘোষ বলেন, 'এই তো ডাবল ইঞ্জিন সরকারের নমুনা।' পাল্টা তৃণমূল সরকারের আমলে একের পর এক সেতু বিপর্যয়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ।




















