Shamik Bhattacharya: 'হতাশা এবং আতঙ্ক থেকে এই ধরণের বিবৃতি', কোন প্রসঙ্গে বললেন শমীক ভট্টাচার্য ?
ABP Ananda Live: যারা ২০১১ সিপিএম কে উগরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, এরা তারাই যাদের প্রতিবাদ করার সাহস দীর্ঘদিন পর্যন্ত ছিল না , এবার তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এবং তারা রাস্তায় নেমেছে।
আরও খবর, কালকের জমায়েত অবৈধ, নবান্ন অভিযান নিয়ে হুঁশিয়ারি কুণাল ঘোষের। 'শকুনের রাজনীতি চলছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি', বললেন কুণাল ঘোষ। 'মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে',নবান্ন অভিযান প্রসঙ্গে কড়া বার্তা কুণালের। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির শিকড়ের খোঁজে সিবিআই। সন্দীপ ঘোষের বাড়ি সহ একযোগে ১৫ জায়গায় রেইড। ম্যারাথন জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির। আর জি করে মরদেহ নিয়ে দালালচক্রের মারাত্মক অভিযোগ । প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই চলত মর্গে দালালচক্র! 'চাঞ্চল্যকর অভিযোগ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্কের' । 'ময়নাতদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেওয়া, পুরোটাই চলত প্যাকেজ সিস্টেমে' । 'দেহ প্রতি ঠিক করা ছিল অন্তত ১০ হাজার টাকার প্যাকেজ' । 'দেহ ময়নাতদন্তের পর স্টিচ করতেও দিতে হত মোটা টাকা' । 'টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হত স্টিচ করে নিতে' । 'মর্গে দেহ রাখতেও নেওয়া হত হাজার হাজার টাকা' । বিস্ফোরক অভিযোগ আর জি কর মেডিক্যালের ফরেন্সিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্কের। প্রেসিডেন্সি জেলে হল আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট । সঞ্জয় ঘনিষ্ঠ আরও এক সিভিক ভলান্টিয়ার, আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের টেস্টের প্রক্রিয়া শুরু । ৪ জন জুনিয়র চিকিৎসক সহ মোট ৭ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।