RG Kar Protest:আর জি কর-কাণ্ডের আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী?হুঙ্কার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী? 'আমাদের এই অদলীয় আন্দোলন একদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দখল করবে', চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবিতে হুঙ্কার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের।
আরও খবর..
ধর্মতলার ধর্নামঞ্চ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে টানা অনশনে অসুস্থ হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারপরেও অনড় জুনিয়র ডাক্তাররা। কলকাতা ও উত্তরবঙ্গ মিলিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন জুনিয়র ডাক্তার। উত্তরবঙ্গে প্রতীকী অনশনে বসেন ২ সিনিয়র চিকিৎসক।
দিল্লিতে বঙ্গ ভবনের কাছে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ।বঙ্গ ভবনের কাছে প্রতিবাদে দিল্লির বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা প্রতিবাদে দিল্লি এইমস, রামমনোহর লোহিয়া হাসপাতালের ৫০জন চিকিৎসক।
আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ভিডিও পোস্ট, চাকরিতে 'কোপ'। ব্যারাকপুর পুলিশে কর্মরত অস্থায়ী হোমগার্ডকে বসিয়ে দেওয়ার অভিযোগ। হাইকোর্টের দ্বারস্থ বেলঘরিয়া থানার অস্থায়ী হোমগার্ড কাশীনাথ পাণ্ডা। ২১ অগাস্ট আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেন হোমগার্ড। কোনও কারণ না দেখিয়েই চাকরি থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ হোমগার্ডের। ১৮ অক্টোবর হাইকোর্টে মামলার পরবর্তী শুনানি।
গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর।