RG Kar Protest: থ্রেট কালচারের বন্ধে SOP, টাস্ক ফোর্সের দাবি জুনিয়র ডাক্তারদের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: অবশেষে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠকের লাইভ স্ট্রিমিং । নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৭জন জুনিয়র ডাক্তারকেই অনুমতি । নবান্নের বৈঠকে ৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, MSVP । বৈঠকে এনআরএসের সুপার, এসএসকেএমের ডিরেক্টর । থ্রেট কালচারের বন্ধে SOP, টাস্ক ফোর্সের দাবি জুনিয়র ডাক্তারদের । 'অভয়ার মৃত্যু প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, দুর্নীতি-চক্রের পরিণতি' । 'আমরা এনিয়ে একাধিকবার স্বাস্থ্য সচিবকে জানিয়েছিলাম' 'গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন না হলে থ্রেট কালচার বন্ধ হবে না' । আমরা চাই না ভবিষ্যতে যেন আরও বিরূপাক্ষ তৈরি হোক: জুনিয়র ডাক্তার । যে নেই, তার নাম নিয়ে আলোচনা নয়, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
টাস্ক ফোর্সে ডাক্তারদের প্রতিনিধি আরও বাড়ানোর দাবি । কলেজ লেভেল মনিটরিং কমিটিতে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি রাখার দাবি । 'এই কমিটি যেন সিলেক্টেড না হয়, ইলেক্টেড হয়'
'যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে যেন তদন্ত হয়' । অভয়ার মৃত্যুর তদন্তে যেন সহযোগিতা করে রাজ্য: জুনিয়র ডাক্তার । আমরা সব কিছু করেছি, আমরাও চাই তাড়াতাড়ি বিচার হোক: মুখ্যমন্ত্রী