(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের ডাকে সোদপুর থেকে ন্যায়বিচার যাত্রা, রাস্তায় মানুষের ঢল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিচার চেয়ে ফের পথে জুনিয়র ডাক্তাররা । জুনিয়র ডাক্তারদের ডাকে সোদপুর থেকে ন্যায়বিচার যাত্রা । সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত ন্যায়বিচার যাত্রা । কাল ধর্মতলার অনশনমঞ্চে ‘মহাসমাবেশে’র ডাক জুনিয়র ডাক্তারদেরআজ ফের ডার্বির আগে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের প্রতিবাদ । উল্টোডাঙা থেকে রুবি মোড় পর্যন্ত হবে মানববন্ধন
আরও খবর..
'শর্ত' বেঁধে জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাক সরকারের । মুখ্যমন্ত্রী সঙ্গে ফোনে কথা বলার পর, জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের। সোমবার বিকেল ৫ টায় নবান্নের সভাঘরে বৈঠকের ডাক। বৈঠকের কথা জানিয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের। নবান্নের সভাঘরে বৈঠকে ১০ জন জুনিয়র ডাক্তারকে ডাক দিয়েছেন মুখ্যসচিব।
আলোচনায় বসতে হলে আগে প্রত্যাহার করতে হবে অনশন'। অনশন প্রত্যাহার করে সোমবার নবান্ন সভাঘরে বৈঠকের 'শর্ত'। 'সোমবার বিকেল ৫টায় বৈঠক, আসতে হবে বিকেল সাড়ে ৪টায়', কতক্ষণের বৈঠক, নির্দিষ্ট করে জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের, বৈঠক হবে ৪৫ মিনিটের, জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথার পরে অনশনকারীদের কড়া বার্তা সরকারের ।