RG Kar Train Protest: চলন্ত রেলগাড়ির কামরাতেই উঠল উই ডিমান্ড জাস্টিস স্লোগান! অভিনব প্রতিবাদের সাক্ষী
সকাল থেকে রাত কাজ করার পর আর সময় থাকে না প্রতিবাদের। তাই ট্রেন যাত্রার মুহূর্তকেই নিত্যযাত্রীরা বেছে নিলেন প্রতিবাদের সময় হিসেবে। চলন্ত রেলগাড়ির কামরাতেই উঠল উই ডিমান্ড জাস্টিস স্লোগান। অভিনব প্রতিবাদের সাক্ষী হল রানাঘাট-শিয়ালদা লোকাল। অসংখ্য সাধারণ মানুষ যেমন পাশে দাঁড়িয়েছেন আন্দোলনকারীদের, তেমনি ছড়িয়ে পড়ছে তাঁদের আন্দোলনের রেশ। শুক্রবার সকাল সাড়ে সাতটার ডাউন রানাঘাট লোকাল।
ভিড়ে ঠাসা ট্রেন তখনও রানাঘাট থেকে শিয়ালদা অভিমুখে যাত্রা শুরু করেনি। ট্রেনের বাইরে টাঙানো হয় জাতীয় পতাকা, ফেসটুন। লাগানো হয় নির্যাতিতার প্রতীকী ছবি।
![Asansol News: দিল্লির ঘটনার পরেও নড়েনি টনক, আসানসোলে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/1bf554f6839310e1932d977cce8c35bb1739717829727967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)