RG Kar Update: আর জি কর মামলা হাইকোর্টে ফিরতেই ফের সক্রিয়তা সিবিআইয়ের
ABP Ananda Live: আর জি কর মামলা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরতেই ফের সক্রিয়তা দেখা যাচ্ছে সিবিআইয়ের। আজ আর জি কর মেডিক্যালের তিনজন গ্রুপ ডি কর্মীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে ডেকে এদিন যে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই দুহাজার চব্বিশ সালের নয় অগাস্ট, ভয়াবহ ঘটনার দিন ডিউটিতে ছিলেন। চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তে ইতিমধ্যেই এগারো জন পুলিশকর্মী, ছজন নার্সকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেল বিধানসভা ভোটে বিজেপির টার্গেটের কথা
ভোটের বাকি এখনও এক বছর। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা '২১৫+' টার্গেট বেঁধে দিয়েছিলেন। আর এবার শুভেন্দু অধিকারীর মুখেও শোনা গেল বিধানসভা ভোটে বিজেপির টার্গেটের কথা।

















