RG Kar News: 'সাহস থাকলে RG করে আসুন', হুঙ্কার জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার
ABP Ananda Live: বাড়িতে পুলিশি তল্লাশির অভিযোগ তুললেন আর জি করকাণ্ডের প্রতিবাদী জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া। তাঁর অভিযোগ, আজ সকালে তিরিশ থেকে চল্লিশ জন পুলিশ আচমকাই তাঁর কাকদ্বীপে বাড়িতে যায়। তল্লাশির নামে গোটা বাড়ি তছনছ করে। যদিও তিনি তখন হাসপাতালে ছিলেন। আর জি কর মেডিক্যাল কলেজের ENT বিভাগের PGT আসফাকুল্লা নিয়মবহির্ভূতভাবে নিজেকে ENT বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করছেন বলে সম্প্রতি অভিযোগ করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র্স ডক্টর্স অ্যাসোসিয়েশন। এরপর রাজ্য মেডিক্যাল কাউন্সিলও সই, তারিখ ছাড়া একটি নোটিস পাঠায় তাঁর কাছে। এরপরই পুলিশ গেল তাঁর বাড়িতে। সুন্দরবন পুলিশ জেলার তরফে জানানো হয়েছে, PGT হয়ে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে চিকিৎসা করছেন, আসফাকুল্লার বিরুদ্ধে এই মর্মে বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই তদন্তে যায় পুলিশ। যদিও প্রতিহিংসার অভিযোগ তুলে, অনিকেত মাহাতোরা বলছেন, এভাবে তাঁদের বাড়িতে পুলিশ ও নোটিস পাঠিয়ে আন্দোলন দমানো যাবে না।


















