(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar Update: "রাজ্য প্রশাসনের, পদের অনুরোধে নয় I অনশন প্রত্যাহার নিহত চিকিৎসকের বাবা-মা-র কথায়"
ABP Ananda Live: সরকার নয়, নিহত চিকিৎসকের মা-বাবার অনুরোধে সাড়া। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর উঠল জুনিয়র ডাক্তারদের অনশন। আজকের স্বাস্থ্য ধর্মঘটও প্রত্যাহার। নবান্ন থেকে জুনিয়র ডাক্তাররা ধর্না মঞ্চে ফিরতেই এলেন নিহত চিকিৎসক পরিবার। আবেদনে সাড়া দিয়ে ১৭দিনের অনশন প্রত্যাহার। শনিবার গণ কনভেনশনের ডাক। অনশন প্রত্যাহারের পরেই অসুস্থ ৩ জুনিয়র চিকিৎসক। হাসপাতালে নিয়ে যাওয়া হল অর্ণব, পরিচয়, সন্দীপকে। থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেনশন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাগ্ বিতন্ডায় জড়ালেন অনিকেত। সিস্টেম মেনেই পদক্ষেপ, দাবি গ্রিভান্স সেলের। সরকারকে না জানিয়ে কেন আর জি করে সাসপেনশন? এটাও থ্রেট কালচার, অধ্যক্ষকে ধমক মুখ্যমন্ত্রীর। অভিযুক্তরা দাগি অপরাধী, পাল্টা জবাব অনিকেতের। যাদের জন্য আর জি করের মতো মেডিক্যাল কলেজে হুমকির শিকার ছাত্র-ছাত্রীরা, তারা কী করে এখনও স্বপদে? মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন কিঞ্জলদের।