Kolkata News: ‘দ্রোহের আলো’ কর্মসূচি থেকে ফেরার পথে প্রতিবাদীদের ওপর হামলা
ABP Ananda Live: ‘দ্রোহের আলো’ কর্মসূচি থেকে ফেরার পথে আন্দোলনকারীদের হুমকি, মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ। অভিযোগ, রাসবিহারীতে কর্মসূচি সেরে ফেরার পথে এক্সাইড মোড়ে ঘটেছে এই ঘটনা। কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা থেকে কয়েকজন হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ। 'এরপর গাড়ি ধাওয়া করে এক্সাইড মোড়ে এসে রাস্তা আটকানো হয়' 'ভেঙে দেওয়া হয় আন্দোলনকারীদের গাড়ির কাচ, এমনকী, মারধরও করা হয়'। আন্দোলনকারীদের দাবি, ময়দান ও শেক্সপিয়র সরণি থানায় ফোন করেও পুলিশ আসেনি। এরপর ১০০ ডায়ালে ফোন করায়, শেক্সপিয়র সরণি থানার পুলিশ আসে। শেষপর্যন্ত ওই থানায় অভিযোগ দায়ের করেন আন্দোলনকারীরা।
আরও খবর, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হলেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তার। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন আব্দুস সাত্তার।