Samik Bhattacharya:'নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে হুমকি দেওয়া হচ্ছে',নোটিস জমা শমীকের
ABP Ananda LIVE : BLO-দের দেওয়া মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, রাজ্যসভায় নোটিস জমা বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যর। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি শমীক ভট্টাচার্যর। 'নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে হুমকি দেওয়া হচ্ছে'। 'পশ্চিমবঙ্গ প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কর্তৃত্ব নিয়ে খোলামেলা প্রশ্ন তোলা হচ্ছে'। এ ধরনের বক্তব্য সাংবিধানিক সঙ্কটের জন্ম দেয়, নোটিসে উল্লেখ বিজেপি সাংসদের। 'সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে নির্বাচনকমিশনকে দেওয়া সাংবিধানিক স্বায়ত্তশাসনের উপর এটা আক্রমণ'। 'এমন আক্রমণাত্মক বিরোধী থাকলে, স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে প্রশ্নচিহ্ন দেখা দেয়'। 'বাংলাদেশি ও রোহিঙ্গাদের নিয়ে তৈরি ভোটব্যাঙ্ক আড়াল করে রাখার চেষ্টা চলছে'। 'ক্ষমতায় যাঁরা আছেন, তাঁদের সুনির্দিষ্টভাবে অপমান করে ভোটের ফল প্রভাবিত করাই এর উদ্দেশ্য'। অবিলম্বে এই বিষয়ে রাজ্যসভায় আলোচনা হোক, দাবি শমীক ভট্টাচার্যের। BLO-দের দেওয়া মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, রাজ্যসভায় নোটিস জমা বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যর





















