RG Kar News Update: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ, রয়েছে কী কী অভিযোগ?
আর জি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে আগেই পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়েছিল CBI-এর তরফে। এবার সেই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগেই টালা থানার OC-কে গ্রেফতার করল CBI। এবার আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির পর এবার ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করল সিবিআই । তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর-এর অভিযোগে গ্রেফতার। ক্রাইম সিন বিকৃতির অভিযোগেও গ্রেফতার সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। সন্দীপ ঘোষকে ফের হেফাজতে নিতে আদালতে আবেদন করবে সিবিআই। টালা থানার ওসি-কেও তোলা হবে আদালতে। ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিজিৎ মণ্ডলকে নিয়ে যাওয়া হল বি আর সিংহ হাসপাতালে। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় সিজিও কমপ্লেক্স চত্বরে কলকাতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ। দেখানো হল জুতো।
আর জি কর-কাণ্ডে গ্রেফতার টালা থানার ওসি, মমতাকে নিশানা দিলীপের
'কয়েকটি হাসপাতাল ভর্তি না নেওয়ায়, এই টালা থানার ওসির জন্য সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী'
'হাসপাতাল গুলির বিরুদ্ধে ব্যবস্থাও নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী'
খুনিদের বিরুদ্ধে পদক্ষেপের বদলে তাদের বাঁচাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী, পোস্ট দিলীপ ঘোষের