Howrah News : হাওড়ার সাঁকরাইলে ডেঙ্গির খোঁজ নিতে গিয়ে অ্যাসিড হামলার শিকার মহিলা স্বাস্থ্যকর্মী !
ABP Ananda LIVE : হাওড়ার সাঁকরাইলে ডেঙ্গি নিয়ে বচসার মধ্যেই স্বাস্থ্যকর্মীকে অ্যাসিড ছোড়ার অভিযোগ।ডেঙ্গির খোঁজ নিতে গিয়ে অ্যাসিড হামলার শিকার মহিলা স্বাস্থ্যকর্মী!জমা জল দেখতে গিয়ে বাড়ির মালিকের সঙ্গে বচসা
বচসার মধ্যেই অ্যাসিড ছোড়ার অভিযোগ, হাসপাতালে ভর্তি মহিলা।হাওড়ার সাঁকরাইলের বড়বাগান মান্না পাড়ায় তীব্র উত্তেজনা।গ্রেফতার অভিযুক্ত, আতঙ্কে হাওড়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা। বড়বাগান মান্না পাড়ায় ডেঙ্গি নিয়ে খোঁজখবর করতে যান স্বাস্থ্যকর্মীরা। বিপ্লব মান্না নামে এক ব্যক্তির বাড়িতে আগেই ডেঙ্গির লার্ভা মেলে ।বাড়িতে জমা জল আছে কিনা, ফের দেখতে যান মহিলা স্বাস্থ্যকর্মীরা। জমা জল দেখতে চাওয়ায় বাড়ির মালিকের সঙ্গে স্বাস্থ্যকর্মীদের বচসা । বচসার মধ্যেই মহিলা স্বাস্থ্যকর্মীর পিঠে অ্যাসিড ছোড়ার অভিযোগ। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। মহিলাকে দেখতে গিয়ে ঘটনার নিন্দা সাঁকরাইল এর বিধায়ক প্রিয়া পালের।





















