Santanu Sen: অবশেষে শান্তনু সেনের রেজিস্ট্রেশন সাসপেনশন প্রত্যাহার করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল
ABP Ananda LIVE : অবশেষে শান্তনু সেনের রেজিস্ট্রেশন সাসপেনশন প্রত্যাহার করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। বিদেশি ডিগ্রি বিতর্কে IMA কলকাতা শাখা থেকে সাসপেন্ড করা হয়েছিল শান্তনুকে । ২ বছরের জন্য শান্তনু সেনকে সাসপেন্ডের সিদ্ধান্ত ছিল IMA কলকাতা শাখার । ২ বছরের জন্য ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল, এবার সদস্যপদেও সাসপেন্ড । 'শুধুই সম্মানহানির চেষ্টা, মিথ্যে অভিযোগে মেডিক্যাল কাউন্সিল থেকে বাদ' । 'অনৈতিক, অন্যায় কাজ করতে করতে সীমালঙ্ঘন, এর যোগ্য জবাব পাবে' । IMA কলকাতা শাখা থেকে সাসপেনশন নিয়ে পাল্টা চ্যালেঞ্জ শান্তনু সেনের । অবশেষে শান্তনু সেনের রেজিস্ট্রেশন সাসপেনশন প্রত্যাহার করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল
Dilip Ghosh:'কালিমালিপ্ত ও বদনাম করার চেষ্টা চলছে' ; ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের
ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, লালবাজারে অভিযোগ দিলীপ ঘোষের। লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ বিজেপি নেতার। 'আমাকে কালিমালিপ্ত ও বদনাম করার চেষ্টা চলছে। এর আগেও আমি দল ছাড়ছি বলে রটানো হয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল না হওয়ায় নোংরা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। আইনের দ্বারস্থ হয়েছি, সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি', পুলিশ ব্যবস্থা না নিলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলীপ ঘোষের।


















