Senco Dacoity: রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতি, পাকড়াও 'টিপার'। ABP Ananda Live
ABP Ananda Live: রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় স্থানীয় টিপারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত শশীকান্ত মালি আদতে বিহারের বাসিন্দা হলেও বর্তমানে অন্ডালের দক্ষিণখণ্ড গ্রামে থাকেন। সেখানে ঠেলাগাড়িতে অস্থায়ী দোকান চালান। পুলিশের দাবি, রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় অভিযুক্তদের ইনফর্মার হিসেবে কাজ করতেন শশীকান্ত। ডাকাতির দিন তাঁর কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
পাহাড়ে লাগাতার বৃষ্টিতে ফের ধস, ১০ নম্বর জাতীয় সড়ক। কালিম্পঙের নিকোবির এলাকায় নতুন করে ধস নেমেছে। কার্শিয়ং পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে ধোবিখোলায় ১১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে জল। বিকল্প হিসেবে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে লাভা ও বাগরাকোট দিয়ে গাড়ি চলাচল করছে। অন্যদিকে, বৃষ্টি-বিপর্যয়ে উত্তর সিকিমের লাচুংয়ে আটকে পড়েন প্রায় ১২০০ পর্যটক। এদের মধ্যে ৬ জন বিদেশি পর্যটক রয়েছেন। সূত্রের খবর, তাঁদের উদ্ধার করে গ্যাংটকে নিয়ে যাওয়া হয়। আবহাওয়ার উন্নতি হলেই শুরু হবে উদ্ধারকাজ। বায়ুসেনার হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে গন্তব্যে।