Haridebpur Murder: হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। Bangla News
হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ‘ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ও ছবি তোলাকে কেন্দ্র করেই গণ্ডগোলের সূত্রপাত’। বান্ধবী ও তাঁর মায়ের সঙ্গে গণ্ডগোলের সূত্রপাত অয়নের: সূত্র। পরিকল্পনা করেই খুন করা হয় হরিদেবপুরের অয়নকে, অনুমান পুলিশের।‘দোতলার ঘরে খুন করা হয় অয়ন মণ্ডলকে’।‘অথচ ফরেন্সিক পরীক্ষায় এক ফোঁটা রক্তের নমুনা মেলেনি’। খুনের পর শুধু দেহ পাচার নয়, প্রমাণ লোপাটে মোছা হয়েছিল ঘর, অনুমান পুলিশের।‘অয়ন যখন বান্ধবীর বাড়িতে যায়, তখন শুধু তাঁর মা ছিলেন’। ‘বান্ধবীর মায়ের সঙ্গে দোতলায় উঠে যান অয়ন’।‘সেখানে অয়ন ও তাঁর বান্ধবীর মায়ের সঙ্গে একপ্রস্থ হাতাহাতি হয়’। ‘এরপরই একে বাড়িতে আসে বান্ধবী ও তাঁর বাবা, ভাই ও তাঁর বন্ধুরা’। খুনের পর পরিকল্পনা করেই লোপাট করা হয় দেহ, অনুমান পুলিশের
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)