এক্সপ্লোর
Coochbehar : পঞ্চায়েত ভোটের আগে ফের শ্যুটআউট, দিনহাটায় বাড়িতে ঢুকে যুবককে গুলি করে খুন
Coochbehar : পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) আগে ফের শ্যুটআউট। দিনেদুপুরে দিনহাটায় যুবককে গুলি করে খুন। বাড়িতে ঢুকে যুবককে গুলি করে খুন দুষ্কৃতীদের। মৃতের নাম প্রশান্ত রায় বাসুনিয়া। মায়ের সামনে ছেলেকে খুন। ভরদুপুরে বাড়ির ভেতরেই দুষ্কৃতী দৌরাত্ম্য। যার জেরে অকালে চলে গেল তরতাজা প্রাণ। বিজেপি সূত্রে খবর, নিহত যুবক দলের ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। যুবক খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গেরুয়া শিবিরের অভিযোগ, খুন করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি বিজেপির অন্তর্দ্বন্দ্ব জেরেই এই খুন।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন



















