Siliguri News: ক্রিকেট ম্যাচ ঘিরে দুই পাড়ার সংঘর্ষ, শিলিগুড়িতে তুলকালাম, দোকান, গাড়ি ভাঙচুর
ABP Ananda Live: শিলিগুড়ির বাগরাকোটে সামান্য ক্রিকেট ম্যাচ ঘিরে বচসা গড়াল দুই পাড়ার সংঘর্ষে। দোকান, গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল ইট। ক্রিকেট ম্যাচে বচসার জেরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। কেন দোষীদের গ্রেফতার করা হয়নি? প্রশ্ন তুলে শিলিগুড়ি থানার সামনে অবস্থানে বসেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তবে সংঘর্ষের ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার বাঁধল মালদার ইংরেজবাজারের লক্ষ্ণীপুরে। কেউ ছাদের কার্নিশ বেয়ে স্ত্রী সন্তানকে নিয়ে পালিয়ে বেঁচেছেন, আবার কেউ রুটি, রুজি হারিয়েছেন। এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই দাবি করছেন, পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে দুষ্কৃতীদের হাতে। যদিও এনিয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। ঘটনার প্রতিবাদে মালদা শহরের ফোয়ারা মোড়ে অবস্থানে বসেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। 'ভোট আসছে, শ্রীরূপা দেবীর কার্যকলাপ দেখলেই বোঝা যাচ্ছে'। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
'গরম দেখাচ্ছ ?' বলেই ধর্মঘটি সিপিএম নেতাকে সপাটে চড় পুলিশ আধিকারিকের !
ধর্মঘট রুখতে কোথাও তৎপর পুলিশ, কোথাও আবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠল। ধর্মঘটিদের টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে গাড়িতে তুললেন পুলিশ কর্মীরা। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে, ধর্মঘটি সিপিএম নেতাকে চড় কষালেন থানার IC। অন্য়দিকে, ধর্মঘট সমর্থকদের চড় খেতে হল পুলিশকেও। কলেজ স্ট্রিটে, প্রিজন ভ্য়ানে তোলার সময়, জোড়াসাঁকো থানার OC-কে চড় মারেন SFI নেত্রী । মোদি সরকারের বিভিন্ন শ্রম নীতির বিরুদ্ধে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলির ডাকে ধর্মঘট। ধর্মঘটের কড়া বিরোধিতা করে পথে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন। ধর্মঘটে অংশ নিল না আরএসএস-এর শ্রমিক সংগঠন। আর তৃণমূলের পাশাপাশি ধর্মঘট রুখতে বুধবার সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশকে। যে পুলিশ তৃণমূল দাদাগিরি করলে চুপ করে বসে থাকে বলে অভিযোগ, অনুব্রত মণ্ডল আইসির- মা ও স্ত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ করলেও, পর্যাপ্ত কড়া ব্য়বস্থা নেয় না বলে অভিযোগ, বাম-কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের দিন সেই পুলিশকেই দেখা গেল এই ভূমিকায়।


















