SIR News: 'অসমের জন্য আলাদা করে SIR-এর নির্দেশিকা জারি করা হবে', জানাল জাতীয় নির্বাচন কমিশন
ABP Ananda LIVE: 'আগের SIR-র সঙ্গে ভোটার তালিকা ম্যাপিং প্রায় শেষ। বিহারে ৯০ হাজার BLO, সমস্ত রাজনৈতিক দলের BLA। বিহারে SIR-এ আপত্তি জানিয়ে কোনও আবেদন জমা পড়েনি। বলাই যায় বিহারে শুদ্ধ SIR হয়েছে: মুখ্য নির্বাচন কমিশনার। এবার শুরু হবে SIR-এর দ্বিতীয় পর্যায়: মুখ্য নির্বাচন কমিশনার
রাজ্যে সব মিলিয়ে ৬৪ জন IAS-এর বদলি, 'সরকারের চাল' দেখছেন সজল ঘোষ
আজ SIR-এর দিন ঘোষণার আগে, রাজ্যে সব মিলিয়ে ৬৪ জন IAS-এর বদলি। বদলি করা হল ৫ জন WBCS আধিকারিককে। অন্যত্র বদলি করা হল ১০ জন জেলাশাসককে । একইসঙ্গে বদলি করা হল বেশ কয়েকজন ADM ও SDO-কে। প্রশাসনের দাবি রুটিন বদলি। ভোটের দিকে তাকিয়েই এই বদলি, মনে করছে আধিকারিক মহল। 'সরকারের চাল' দেখছেন সজল ঘোষ



















