Soham Chakraborty: 'আমি দুঃখিত, ক্ষমা চাইছি', রেস্তোরাঁ মালিককে মারধরের ১৭ ঘণ্টা পর বোধোদয় সোহমের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: যাঁর রেস্তোরাঁয় শ্যুটিং, তাঁকেই পেটালেন তৃণমূলের অভিনেতা-বিধায়ক! মাটিতে ফেলে লাথি, কলার ধরে চড়! নিউটাউনে রেস্তোরাঁ মালিককে বেধড়ক মার তৃণমূলের অভিনেতা, বিধায়ক সোহমের। আইন ভাঙলেন খোদ আইন প্রণেতা! রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে গন্ডগোল। চড়াও হন তৃণমূল বিধায়কের নিরাপত্তারক্ষীরা। হোটেলের মালিককে ঘুষি-লাথি মারেন সোহম, স্পষ্ট সিসি ক্যামেরা ফুটেজে। মারধরের কথা স্বীকার করেছেন তৃণমূল বিধায়ক সোহম। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলায় চড়', ঘটনা প্রকাশ্যে আসার পর সাফাই তৃণমূলের অভিনেতা-বিধায়ক সোহমের। 'কোনও অভিযোগ নেই বলে থানায় নিয়ে গিয়ে লিখিয়ে নিয়েছে পুলিশ', স্থানীয় থানার বিরুদ্ধে অভিযোগ আক্রান্ত রেস্তোরাঁ মালিকের। 'রেস্তোরাঁর মালিক নিজেই লিখেছেন, কোনও অভিযোগ নেই', পাল্টা দাবি পুলিশ সূত্রের। ঘটনা ঘটার প্রায় ১৭ ঘণ্টা পর অভিনেতা এবিপি আনন্দের ক্যামেরায় বলেন, 'আমি প্রথমেই প্রচণ্ডভাবে দুঃখপ্রকাশ করছি আমার এই বহিঃপ্রকাশের জন্য। অবশ্যই আমি ক্ষমাপ্রার্থী। কখনওই সেটা কাম্য নয়, কখনওই সেটা উচিত নয়। আমি একদমই ক্ষমাপ্রার্থী। কারণ সেই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে গিয়েছিল, সেই সময় দায়িত্ববান নাগরিক হিসেবে নিজেকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল।' এরপর তিনি প্রকাশ্যে আসা ভিডিও ফুটেজের দিকে নির্দেশ করে বলেন, 'আপনারা হয়তো এটুকু ফুটেজ পেয়েছেন