Sourav Ganguly: শালবনিতে হচ্ছে না, কোথায় হবে সৌরভের ইস্পাত কারখানা ?
শালবনিতে হচ্ছে না সৌরভের ইস্পাত কারখানা। সৌরভের কারখানা হবে গড়বেতায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। শালবনিতে জমি পাওয়ার ক্ষেত্রে জটিলতার দরুণ কারখানা হচ্ছে গড়বেতায়, খবর সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে। গড়বেতায় কারখানা হলে অনেক লোক কাজ পাবে, প্রতিশ্রুতি সৌরভের।
ইস্পাত কারখানা কোথায় করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)? শালবনিতে (Shalboni) এখনও শুরু হয়নি ইস্পাত কারখানার কাজ। এ ব্যাপারে এবার মুখ খুললেন মহারাজ নিজেই। রাজ্যের জন্য বিনিয়োগ আনতে এর আগে স্পেনে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তখন তাঁর সফর সঙ্গী ছিলেন সৌরভ। এবার জানা যাচ্ছে, সৌরভের সেই ইস্পাত কারখানা শালবনিতে হচ্ছে না। সৌরভ নিজেই জানিয়েছিলেন এটি তাঁর দ্বিতীয় ইস্পাত কারখানা। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে এ ব্যাপারে মুখ খুললেন মহারাজ নিজেই।