Kakdwip Incident: কাকদ্বীপে জোড়া খুন, আদালত গঠিত SIT-এর দায়িত্বে মুরলীধর শর্মা। ABP Ananda Live
ABP Ananda Live: কাকদ্বীপে জোড়া খুন, আদালত গঠিত SIT-এর দায়িত্বে মুরলীধর শর্মা। ২০১৮: পঞ্চায়েত ভোটের আগে কাকদ্বীপে স্ত্রী-সহ সিপিএম কর্মীকে পুড়িয়ে খুন। দময়ন্তী সেন অব্যাহতি নেওয়ায় এবার তদন্তের দায়িত্বে মুরলীধর শর্মা। এতদিন তদন্তে কী অগ্রগতি? ৪ মার্চ রিপোর্ট দেবেন মুরলীধর শর্মা । ২০১৮: সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস ও তাঁর স্ত্রী ঊষারানি দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার। ২০২৩: দময়ন্তী সেনের নেতৃত্বে SIT গঠনের নির্দেশ হাইকোর্টের । পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চান দময়ন্তী সেন।
ভারত দখলের হুমকি দিয়ে এবার নিজের দেশেই বিমানঘাঁটি নিরাপদ রাখতে ব্যর্থ বাংলাদেশ। নৈরাজ্যের বাংলাদেশে কক্সবাজারে বিমানঘাঁটিতে দুষ্কৃতী হামলা। দুষ্কৃতী হামলায় মৃত ১ নাগরিক, বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর প্রকাশিত হয়েছে এই খবর। মৃতের মাথার পিছনে গভীর ক্ষত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
কী বলছে বাংলাদেশ
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, "কক্সবাজার বিমানঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু অপরাধী কক্সবাজার বিমান বাহিনীঘাঁটিতে হামলা চালায়। বাংলাদেশ বিমান বাহিনী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।" এর মধ্যে স্থানীয়রা পাথর ছুঁড়লে উভয় পক্ষেরই বেশকিছু জন আহত হয়। যার ফলে হিংসাত্মক রূপ নেয় সংঘর্ষ । তবে কতজন এখনও আহত হয়েছে তা নিয়ে কর্তৃপক্ষ সঠিক সংখ্যা উল্লেখ করেনি। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আধিকারিকরা।



















