South 24 Parganas News: শুধু কুলটি বা নারায়ণগড় নয়, বেহাল রাস্তার ছবি দেখা যাচ্ছে আরও একাধিক জেলায়।
ABP Ananda Live: শুধু কুলটি কিম্বা নারায়ণগড় নয়, বেহাল রাস্তার ছবি দেখা যাচ্ছে আরও একাধিক জেলায়। এবার বেহাল রাস্তার ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার প্রতাপনগরে। সেখানে রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা অবরোধ করলেন স্থানীয়রা। অন্য়দিকে, দক্ষিণ দিনাজপুরের তপনে, ব্রিজ এবং সংলগ্ন রাস্তার মাঝে বিপদজ্জনক অবস্থা। যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। এই আবহে, প্রশাসনের তরফে সাময়িকভাবে যাতায়াতের জন্য় ভেঙে যাওয়া স্থানে বালির বস্তা দিয়ে রাখা হয়েছে।
'আপনার নাকি প্ল্যান এ, বি, সি, ডি তৈরি, এই ঘোষণা কত নম্বর প্ল্যানের অংশ?' মমতাকে খোঁচা শুভেন্দুর
"আপনার নাকি প্ল্যান এ, বি, সি, ডি... তৈরি আছে। আজ যখন পরীক্ষার সূচি ঘোষণা করলেন, তখন উল্লেখ করলেন না কেন যে, এই ঘোষণা আপনার কত নম্বর প্ল্যানের অংশ?" মুখ্যমন্ত্রীর চাকরির-বিজ্ঞপ্তি ঘোষণার পর এই ভাষায়েই সোশাল মিডিয়ায় সরব হলেন শুভেন্দু অধিকারী। "যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন, তাঁরাই আবার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি ফিরে পাবেন তার কি গ্যারান্টি আছে?"-সহ তিন দফা প্রশ্নও তুললেন বিরোধী দলনেতা।
ফেসবুক পোস্টে শুভেন্দু লেখেন, "আপনি আজও চেষ্টা করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করতে, তবে আর কত দিন ঠকাবেন এই যোগ্য নিরপরাধ চাকরিহারাদের ? আজ তাঁরা আপনার এই ঘোষণাকে ‘মৃত্যুপরোয়ানা' বলে উল্লেখ করেছেন।"



















