Sovan Chatterjee: 'যোগদানের মাহেন্দ্রক্ষণ জানেন মমতাদি' : শোভন
শোভনকে ফেরাতে তৃণমূলে 'তৎপরতা'! শোভনের বাড়িতে কুণাল ঘোষ । শোভনের সঙ্গে কথা দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতারও। একুশে জুলাইয়ের সভায় যেতে চান শোভন। 'যোগাযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে'। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ইচ্ছে হয়, সেই ইচ্ছাকে দূরে ঠেলে দেব না'। 'একুশে জুলাই যাওয়ার খুব ইচ্ছে আছে' । 'যোগদানের মাহেন্দ্রক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন'। এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন শোভন চট্টোপাধ্যায়।
'শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘরের এবং ঘরানার' । 'কখন কী হবে, নেত্রী সিদ্ধান্ত নেবেন।' শোভনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বক্তব্য কুণাল ঘোষের (Kunal Ghosh)।
শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা এখন কী শুধু সময়ের অপেক্ষা? কলকাতার প্রাক্তন মেয়রকে দলে ফেরাতে কি তৃণমূলের অন্দরে তৎপরতা শুরু হয়েছে? এই জল্পনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা, জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম।
![Job Seekers News: চাকরি চেয়ে ফের পথে, সল্টলেকে চপ ভেজে প্রতিবাদ TET উত্তীর্ণদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/5777c5676e32086dcd6a24e885c0212d1739298059194535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kalyan on Sitharaman : 'অর্থমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতদুষ্ট', সীতারামনকে পাল্টা কল্যাণের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/bf1a440b9ae069626eda552e6e8215111739297615994535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB Budget:'৩ শতাংশ DA বৃদ্ধি হতে পারে !', মমতার-সরকারের বাজেটের আগে শুভেন্দুর মুখে সম্ভাব্য তালিকা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/2c3af8e2f6eb7bd8c348382916fc80a91739296889811535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Nirmala on TMC : 'দলের নামের সঙ্গে মিল রেখে তৃণমূলস্তর থেকেই দুর্নীতি !', আক্রমণে সীতারামন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/af3136bf5e044eb1d962b166815a2bfc1739296332395535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![WB Government Holiday :রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, চলতি সপ্তাহে টানা ৪ দিন সরকারি ছুটি !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/11/4b242cae62e8b69cc547855b6c7e60b01739295656197535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)