CPM Protest: বামেদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি,পুলিশের সঙ্গে বচসা | ABP Ananda Live
ABP Ananda Live: বামেদের এসএসসি ভবন অভিযান। পুলিশের সঙ্গে বচসা। করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান। পুলিশ বাধা দেওয়ায় শুরু বচসা, ধস্তাধস্তি। বামেদের এসএসসি ভবন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি।
শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্র জিন্দলদের, ২১ এপ্রিল উদ্বোধন, ২২ তারিখ সৌরবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস, ঘোষণা মমতার
বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখান থেকে তিনি জানান, বছর বছর বিশ্ব বাংলা শিল্প সম্মেলন নিয়ে অনেকে অনেক কথা বলেন। কিন্তু এই মুহূর্তে বাংলাই শিল্প এবং শিল্পপতিদের গন্তব্য হয়ে উঠেছে। আর তারই ফলস্বরূপ শালবনিতে দু'টি তাপবিদ্যুৎকেন্দ্র গড়ে উঠছে। মমতা বলেন, "২১ এপ্রিল দুপুর ২টোয় শালবনিতে জিন্দলদের দু'টি তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করছি। যত দিন যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। অন্য রাজ্য থেকেও মানুষের সংখ্যা বাড়ছে এখানে। ফলে চাহিদা বাড়ছে বিদ্যুতের। তাই বিদ্যুৎ প্রকল্পের উপর জোর দিচ্ছি আমরা।" (West Bengal Power Plant Project)
মমতা আরও বলেন, "ছ'টি ইকোনমিক করিডর করছি আমরা। ডেউচা পাঁচামি হলে অন্তত ১০০ বছর আর বাংলার সমস্যা থাকবে না। এখন গোটা বিষয়টি একতরফা চলছে। CESE চালায়, তারা দাম বাড়ায়। তাপবিদ্যুৎ কেন্দ্র হলে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে থাকবে, ব্যবহারেও সুবিধা হবে। এসব মাথায় রেখেই তাপবিদ্যুৎ প্রকল্পের উপর জোর দিচ্ছি। শালবনিতে যেটা হচ্ছে, তা ভবিষ্য়তে চাহিদার জোগান দেবে। আরও অনেকগুলি প্রকল্প হচ্ছে।"



















