SSC Protest: আমাদের যোগ্য-অযোগ্যর তালিকা দিক, ওএমআর প্রকাশ করুক: চিন্ময় মণ্ডল | ABP Ananda Live
ABP Ananda Live: 'আমরা বলেছি এই তালিকা আমাদের আজকেই চাই। ওএমআর প্রকাশ করা হোক, রি-প্যানেল করা হোক, পুনর্বহাল করা হোক। আমরা চাই যেকোনও মূল্যে আজই তালিকা প্রকাশ করা হোক। আমাদের যোগ্য-অযোগ্যর তালিকা দিক, ওএমআর প্রকাশ করুক, রি-প্যানেল, পুনর্বহালের ব্যাপারটা বলে দিক। আমাদের বারবার ঘোরানো হয়েছে। হাজার বার বলা হয়েছে আইনি আলোচনা হবে। দেড় বছরে তো তা শেষ হয়নি। যেকোনও মূল্যে আজ লিস্ট দিতেই হবে। কংক্রিট আশ্বাস কিছু নেই। ওনারা বলেছেন আলোচনা করছেন। যোগ্য-অযোগ্যদের তালিকা না নিয়ে ছাড়ব না। আমাদের ওটা চাই-ই চাই। ওনারা বলছেন এই নিয়ে কী চাকরি বাঁচবে। আমরা বলেছি ধরে নিন বাঁচবে না। কিন্তু আপনাদের দিতে অসুবিধা কোথায়? আদালত কী কোথাও বলেছে এই যোগ্য-অযোগ্যদের তালিকা দেওয়া যাবে না।' বললেন আন্দোলনকারী চাকরিহারা চিন্ময় মণ্ডল।



















