SSC: এক দুর্নীতি ঢাকতে আরেক দুর্নীতির চেষ্টা। নতুন নিয়োগ বিধি প্রসঙ্গে বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য
ABP Ananda LIVE : নতুন নিয়োগ ঘিরেও মামলার জট। নতুন নিয়োগ বিধি ও ভাতা-সিদ্ধান্তকে চ্যালেঞ্জ কথা হাইকোর্টে পরপর মামলা। বিধি বদলে একাধিক প্রশ্ন। দুর্নীতিগ্রস্তদের কেন সুবিধা? প্রশ্ন ভাতা নিয়েও। ২৬ হাজার চাকরি বাতিল, নতুন নিয়োগেও জল গড়াল আদালতে। নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী।চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। ২০১৬ ও পঁচিশের বিধিতে একাধিক বদল। শিক্ষাগত যোগ্যতার নম্বর ৩৫ থেকে কমে ১০। পড়ানোর অভিজ্ঞতায় বরাদ্দ ১০ নম্বর।বিধি চ্যালেঞ্জ করে মামলা। ৫ জুন শুনানি। এক দুর্নীতি ঢাকতে আরেক দুর্নীতির চেষ্টা। এটা হওয়ারই ছিল। প্রতিক্রিয়া আইনজীবীদের। 'একটা দুর্নীতি ঢাকতে আরেকটা দুর্নীতির পর্দা খুলছে', বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যI 'আগে ১০ নম্বরে ম্যানিপুলেশন হত, এখন ২০ নম্বরে হবে, বলছেন ফিরদৌস শামিম। নিয়োগ-বিধির পরে ভাতা-সিদ্ধান্তও চ্যালেঞ্জ। শুধু চাকরিহারাদের জন্য কেন ভাতা? কেন ২০১৬-র নিয়োগে অংশ নেওয়া সবার জন্য ভাতা নয়? হাইকোর্টে ৪টি মামলা।



















