SSC Case : 'বুকে গুলি করুন !', কসবাকাণ্ডের প্রতিবাদে মহামিছিলে ক্ষোভপ্রকাশ চাকরিহারা শিক্ষকের
ABP Ananda LIVE : 'বুকে গুলি করুন !', কসবাকাণ্ডের প্রতিবাদে মহামিছিলে ক্ষোভপ্রকাশ চাকরিহারা শিক্ষকের। কসবায় চাকরিহারাদের লাঠিপেটা ও লাথিকাণ্ডে তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার। এমনই খবর পুলিশ সূত্রে। কী কারণে কসবায় DI অফিসের সামনে জড়ো হওয়া শিক্ষকদের ওপর লাঠিচার্জ এবং লাথি মারা হয় ? কী এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যাতে তাঁরা DI অফিসে ঢুকে পড়েন ? যে পুলিশ অফিসারকে শিক্ষককে লাথি মারতে দেখা যায়, কী এমন ঘটেছিল যাতে তিনি এই কাজ করলেন ? কেন ওই পুলিশ অফিসার লাথি মারলেন, সেই ব্যাখ্যাও তলব করা হয়েছে বলে খবর লালবাজার সূত্রে। কতজন চাকরিহারা জড়ো হয়েছিলেন, কত সংখ্যক পুলিশ ছিল, জমায়েতের কথা পুলিশ জানত কি ? এই সমস্ত তথ্যও জানতে চাওয়া হয় লালবাজারের তরফে, খবর পুলিশ সূত্রে। লালবাজার সূত্রে খবর, ঘটনায় ব্যাখ্যা তলবের পর DC SSD-কে তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার।




















