SSC Case : সংসদে উঠুক চাকরিহারাদের কথা, সাংসদদের চিঠি দিচ্ছেন চাকরিহারারা
ABP Ananda LIVE : সোমবার পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন চাকরিহারাদের।রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন চাকরিহারা শিক্ষকরা।'এখনও পর্যন্ত শিক্ষামন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী দেখা করেননি'।'সোমবারের মধ্যে সরকারের তরফে যোগাযোগ করা না হলে বৃহত্তর আন্দোলন'।রাজ্য সরকারকে ডেডলাইন চাকরিহারাদের।
টিটাগড় বিস্ফোরণকাণ্ডে গ্রেফতারের পর এখনও স্বপদে TMC কাউন্সিলর, ধৃত শাসক নেতা জানালেন, 'পাশে আছে দল' !
টিটাগড় বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। তারপরেও ধৃত তৃণমূল কাউন্সিলরের পাশে দল ? যদিও গ্রেফতারের পর অভিযুক্ত কাউন্সিলরের দাবি, 'দল পাশে আছে..'। গত ১৯ মে তৃণমূল কাউন্সিলরের 'জবরদখল' করা ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ফ্ল্যাটে মজুত বোমা থেকেই বিস্ফোরণ হয়েছিল জানিয়ে দিয়েছিল পুলিশও।এদিকে এখনও স্বপদে কাউন্সিলর! ৩ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে টিটাগড়ের ৪ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল।
ঘটনার দিন, সাত সকালে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার টিটাগড়। টিটাগ়ড়ের বাঁশবাগান এলাকায় একটি ফ্ল্যাটে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল! বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে, উড়ে যায় দেওয়ালের একাংশ। কংক্রিটের পাঁচিল ভেঙে পড়ল আবাসনের পাশের ঝুপড়ির ওপর। যে ফ্ল্য়াটে বিস্ফোরণ, অভিযোগ, সেই ফ্ল্য়াটটি জবরদখল করে রেখেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। ঘরটা কার দখলে ছিল?..যে ঘরটায় বিস্ফোরণ হয়েছে, সেই ঘরটা কার দখলে ছিল? সাংবাদিকের প্রশ্নের উত্তরে, অভিযুক্ত প্রোমোটার অনিল গুপ্ত বলেছিলেন, আরমান মণ্ডলের দখলে ছিল।



















