SSC Case: চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। স্কুল চালাবেন কারা ? রাজ্যের একাধিক স্কুলে হাহাকার
ABP Ananda LIVE : সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। রাজ্যের একাধিক স্কুলে তৈরি হয়েছে হাহাকার। আচমকা একাধিক শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় চরম বিপদে পড়েছে পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই।
Kasba Incident : বিতর্কের মুখে কসবাকাণ্ডের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে
বিতর্কের মুখে কসবাকাণ্ডের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে। গত বুধবার কসবা DI অফিসে গন্ডগোলের সময় এক চাকরিপ্রার্থীকে লাথি মারতে দেখা যায় রিটন দাসকে। পুলিশ সূত্রে খবর, কসবার DI-এর অভিযোগের ভিত্তিতে দায়ের মামলার তদন্তভার দেওয়া হয়েছিল রিটনকে। পরে তাঁকে IO-র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় তদন্তভার দেওয়া হয়েছে কসবা থানারই সাব ইন্সপেক্টর সঞ্জয় সিংহকে। গত বুধবার ব্যারিকেড পেরিয়ে DI অফিসে ঢুকতেই উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি।


















