SSC Case : 'তার বিরুদ্ধে কড়া অ্যাকশন', কসবাকাণ্ডে বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর
ABP Ananda LIVE : চাকরিহারা শিক্ষককে পুলিশের লাথি ! 'পা-কোমর ভেঙে দিয়েছে, হাসপাতালে ভর্তি ২ জন। চাকরি ফেরত দিতেই হবে', হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের। বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জ পুলিশের। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, তুলকালাম। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সরাল পুলিশ। বেধড়ক মেরেছে পুলিশ, অভিযোগ চাকরিহারাদের। 'যে এটা করেছে তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে হবে', কসবাকাণ্ডে বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর।
Waqf Protest: ওয়াকফ-প্রতিবাদে জ্বলছে মুর্শিদাবাদ, উদ্বিগ্ন কেন্দ্র, রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস
একদিকে হিংসার আগুন জ্বলছে সেই সুযোগে শপিং মল থেকে জিনিসপত্রও দেদারে লুঠ চলছে, মুর্শিদাবাদের ধুলিয়ানের এই ভিডিও ভাইরাল হয়েছে। বিভিন্ন দিক থেকে একাধিক অশান্তির ছবি প্রকাশ্যে এসেছে। মুর্শিদাবাদ পৌঁছে সামশেরগঞ্জ থানায় বৈঠকে বসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মুর্শিদাবাদে হিংসার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও ডিজিপি-র সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। সেখানে তিনি মুখ্যসচিব ও ডিজিপিকে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পর্যাপ্ত পদক্ষেপ করার জন্য বলেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যকে সবরকম সাহায্যয়ের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের, খবর সূত্রের। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, হিংসা কবলিত মুর্শিদাবাদে স্থানীয় ভাবে মোতায়েন ৩০০ BSF জওয়ানের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে আরও ৫ কোম্পানি BSF জওয়ান মোতায়েন করা হয়েছে।


















