SSC Case : দেড় ঘণ্টার বৈঠক, সন্তুষ্ট চাকরিহারা শিক্ষকরা? মিলল সমাধানসূত্র?
ABP Ananda LIVE : বিকাশভবনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক । রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশনের খসড়া তৈরি হয়েছে' । রিভিউ পিটিশন নিয়ে সরকারের কাছে আমাদের কিছু প্রশ্ন ছিল' । রিভিউ পিটিশন নিয়ে সরকারের সঙ্গে কথা হয়েছে: চাকরিহারা শিক্ষক । রাজ্য সরকারের রিভিউ পিটিশনের খসড়ায় 'সন্তুষ্ট' চাকরিহারা শিক্ষকরা । 'ফের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আইনি পরামর্শ নেওয়ার কথা জানিয়েছে সরকার' । আমরা সমস্যা বোঝার কথা জানিয়েছে সরকার: চাকরিহারা শিক্ষক । বিজ্ঞপ্তি না দিয়ে চাকরি ফেরানোর ব্যবস্থা করুক সরকার' । সিবিআইয়ের OMR তালিকাকে মান্যতা দিয়েছে আদালত' । রিপ্যানেল করে চাকরিহারাদের চাকরিতে বহাল রাখুক সরকার' । শিক্ষাসচিবের সঙ্গে সাক্ষাতের পরে দাবি চাকরিহারা শিক্ষকরা । আজকের বৈঠকে শিক্ষামন্ত্রী থাকলে ভাল হত' । কেন শিক্ষামন্ত্রী থাকলেন না, তার সদুত্তর পাইনি: চাকরিহারা শিক্ষক । 'আমরা ন্যায় বিচার পাইনি, এবার দিল্লিতেও আন্দোলন হবে' । 'এতগুলো মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলবে না', বললেন চাকরিহারা শিক্ষকরা






















