SSC News Update: বিকাশভবনকাণ্ডে থানায় চাকরিহারা শিক্ষক চিন্ময়ের হাজিরা
ABP Ananda Live: বিকাশভবনকাণ্ডে থানায় চাকরিহারা শিক্ষক চিন্ময়ের হাজিরা । পুলিশের নোটিস, বিধাননগর উত্তর থানায় চাকরিহারা শিক্ষকের হাজিরা।
অপারেশন সিঁদুরের পর প্রথমবার গুজরাতে। যে গুজরাত থেকেই ১১ বছর আগে তাঁর দিল্লি যাত্রা। ২৬ মে দাহোদের জনসভায় ভাষণ দিতে গিয়ে মোদি ফিরলেন সেই অতীতে। গুজরাতের মানুষকে অভিবাদন জানিয়ে বললেন, "আজ ২৬শে মে। ২০১৪ সালে এই দিনেই আমি প্রথমবার মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করি... প্রথমে গুজরাতের মানুষ আমাকে আশীর্বাদ করেছিলেন, তারপর কোটি কোটি ভারতীয় আমাকে আশীর্বাদ করেন..."
এদিন গুজরাতে অনেকগুলি প্রকল্পের শিলান্যাস করতে এসেছেন তিনি। তাঁর দুদিনের সফর শুরু হয়েছে বিরাট এক রোড শো দিয়ে। আর তাতে ঢল নেমেছে জনগণের। তেরঙ্গা আর জয়ধ্বনিতে সৃষ্টি হয়েছে গায়ে কাঁটা দেওয়া আবহ। দেশের মানুষ অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তিনিও জানিয়েছেন প্রতিনমস্কার।


















