SSC News: রাত পেরিয়ে দিন, আবার দিন পেরিয়ে রাত, চাকরিহারা শিক্ষকদের অবস্থান আজ দ্বিতীয় দিন
ABP Ananda Live: রাত পেরিয়ে দিন, আবার দিন পেরিয়ে রাত। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেছে। তারপরও অচলাবস্থা অব্যাহত। যোগ্য়-অযোগ্য়দের তালিকা প্রকাশের দাবিতে শুরু হওয়া SSC-র চাকরিহারা শিক্ষকদের অবস্থান আজ দ্বিতীয় দিনে পড়ল। এদিকে শিক্ষকদের কাজে ফেরার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, যারা চাকরি খেয়েছে তাদের ওপর নয়, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাঁদের ওপর ভরসা করুন। যদিও সেই ভরসা রাখতে নারাজ আন্দোলনরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষামন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন, আর কোনও তালিকা প্রকাশ করা হবে না। অন্যদিকে, নিজেদের দাবিতে অনড় আন্দোলনকারীরাও। চড়ছে রাজনীতির পারদও। মমতা বন্দ্যোপাধ্যায়কে চোরের রানি বলে তীব্র কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। সুকান্ত মজুমদার বলছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর একটাই টার্গেট যোগ্য-অযোগ্য গুলিয়ে দাও।


















