SSC News: গ্রুপ C নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-এর হাতিয়ার এক ভিডিও ফুটেজ | Recruitment Scam
ABP Ananda Live: গ্রুপ C নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-এর হাতিয়ার এক ভিডিও ফুটেজ। সূত্রের দাবি, সেই ভিডিওতে SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু, NYSA-র প্রাক্তন আধিকারিক নীলাদ্রি দাস, NYSA-র প্রাক্তন কর্মী পঙ্কজ বনসল এবং SSC’র তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্যকে দেখা যাচ্ছে। সেই ভিডিওতেই বারবার শোনা গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের কথা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতি নিয়ে তাঁদের মধ্য়ে বৈঠক হয়। এই প্রেক্ষিতেই এবার সেই ভিডিও ফুটেজের সঙ্গে অভিযুক্ত এই ৫ জনের কণ্ঠস্বর মেলাতে, তাঁদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে আদালতে আবেদন জানাল CBI।
দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদের প্যাকেট দেখিয়ে আক্রমণ শুভেন্দুর। 'জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে নানা রকমের রঙ্গ দেখা যাচ্ছে। সরকারি টাকায় দিঘার ভাস্কর্য। হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য প্যাকেট তৈরির নির্দেশ। প্যাকেটের দাম ২০ টাকা। মিষ্টি তৈরি হচ্ছে স্থানীয় দোকানে। ডিএম-দের একটি সার্কুলার পাঠানো হয়েছে। প্রসাদ ও স্যুভেনির বিতরন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মিষ্টির দোকানে প্রসাদের মিষ্টি তৈরি হচ্ছে। দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে ঘরে ঘরে এই প্রসাদ দেওয়া হবে। প্রসাদ নাম দিয়ে আস্থায় আঘাত করা হয়েছে। হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে। রেশন বিলির মাধ্যমে মিষ্টি বিতরণের নির্দেশ। হিন্দুদের বিভ্রান্ত করার জন্য এই মিথ্যাচারের ছক। ওই মিষ্টি আপনারা নিতে পারেন, কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না,' বললেন শুভেন্দু।



















