Kalyan Banerjee on SSC:'IPS-কে মারছে, এঁরা শিক্ষক?' চাকরিহারাদের আন্দোলনকে ঘিরে প্রশ্ন তুললেন কল্যাণ
ABP Ananda LIVE: 'সত্যি কি শিক্ষকরা ওখানে আন্দোলনে করছেন?' প্রশ্ন তুললেন কল্যাণ । সত্যি কি শিক্ষকরা ওখানে আন্দোলনে করছেন? বাইরের লোক বিকাশভবনের আন্দোলনে ঢুকে গিয়েছে। IPS-কে মারছে, এঁরা শিক্ষক? আন্দোলনে সাংবিধানিক অধিকার আছে বলে, অন্যের সাংবিধানিক অধিকারকে নষ্ট করা যায় না, মন্তব্য তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতার প্রতারণায় দুবাই-যোগ
কলকাতার ডিজিটাল অ্যারেস্ট মামলায় দুবাই কানেকশন। শুধু তাই নয়, অন্তত ১৮০০ কোটি টাকা ডিজিটাল প্রতারণা করা হয়েছে বলে দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিম কার্ডে ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করে, সেই সিম কার্ড দুবাইতে পাঠিয়ে সেখানে বসে চলত প্রতারণা চক্র। আর এই মামলায় বুধবার কলকাতা ও দিল্লিতে একসঙ্গে ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ED।
শুভেন্দুর 'জঙ্গি'-খোঁচা
বুধবার, জঙ্গি নিয়ে সতর্কতার সুর শোনা গেছিল মুখ্যমন্ত্রীর গলায়। বলেছিলেন, বাইরে থেকে কোনও জঙ্গি যেন কোথাও শেল্টার নিতে না পারে। বৃহস্পতিবার, পাল্টা মুখ্য়মন্ত্রীকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, উনি ৫৪০ কিলোমিটার জমিটা MHA-BSFকে তুলে দিক, জঙ্গি ওঁকে খুঁজতে হবে না, BSF-NIA খুঁজে নেবে।

















