SSC Scam: SSC-দুর্নীতির প্রতিবাদে গান বেঁধে সোশাল সাইটে পোস্ট করায় তৃণমূলের রোষানলে সঙ্গীতশিল্পী?
ABP Ananda Live: SSC-দুর্নীতির প্রতিবাদে গান বেঁধে সোশাল সাইটে পোস্ট করায় এবার পুলিশের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ করলেন কোচবিহারের সঙ্গীতশিল্পী। আতঙ্কে একসপ্তাহের ওপর ঘরছাড়া মাথাভাঙার ওই বাসিন্দা। শিল্পীর পরিবারের দাবি, প্রশাসন সুরক্ষা দিয়ে ঘরের ছেলের ঘরে ফেরার ব্যবস্থা করুক। মাথাভাঙা থানা সূত্রে দাবি করা হয়েছে, গানের জন্য নয়, অন্য একটি কারণে ডেকে পাঠানো হয় শিল্পীকে। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল পরিচালিত সরকারকে বিঁধেছে বিজেপি। পাল্টা বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ তুলে জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস।
'রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে, অ্যাকশন চাই', হুঙ্কার শুভেন্দুর, বললেন, 'হিন্দু বাঁচাও, মমতা ভাগাও'
শুভেন্দুর কথায়, 'রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় বাহিনী সরলেই আবার ফিরবে আতঙ্ক। মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসেছেন ১০ হাজার হিন্দু। সাংবিধানিক সংস্থাগুলিকে শুধু দেখলেই হবে না। আমরা চাই শুধু অ্যাকশন। এদিন হুঙ্কার দিয়ে শুভেন্দুর বক্তব্য, 'বৈষ্ণবনগরের ক্যাম্পকে ডিটেনশন ক্যাম্পে পরিণত করা হয়েছে। বলছে বাড়ি ফিরে যাও, ফিরবে কোথায়, সব পুড়িয়ে দিয়েছে। তৃণমূলের বিধায়ক, পুরপ্রধানের নেতৃত্ব সব পুড়িয়ে দিয়েছে। সিদ্দিকুল্লারা হিন্দুশূন্য করতে চায়'।
আরও অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, '৩৩ শতাংশ এক করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। হরগোবিন্দ-চন্দন দাসের সঙ্গে ওয়াকফের কী সম্পর্ক? সম্পর্ক একটাই ভোটব্যাঙ্ক, ছাব্বিশে ক্ষমতায় ফিরতে হবে। আগে বিক্রি হয়েছে চাকরি, এবার প্রশ্ন বিক্রির পথ খুলে গেছে'।



















