Abhijit on SSC : এখনও সময় আছে। যোগ্য-অযোগ্য বাছাই করতে কমিটি গঠনের ফর্মুলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
ABP Ananda LIVE : এখনও সময় আছে। যোগ্য-অযোগ্য বাছাই করতে এবার কমিটি গঠনের ফর্মুলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'দিদির কাছে আবেদন করব...কমিটি গঠন করুন', বললেন অভিজিৎ।
SSC Case: বাগ-রিপোর্টে 'দুর্নীতি', চাকরি বাতিলে দায় কাদের ? 'যোগ্য়-অযোগ্য় আলাদা করতে পারতেন মুখ্য়মন্ত্রীই'
SSC ২০১৬-র প্যানেল বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়, অনেকেই মনে করিয়ে দিচ্ছে, বাগ কমিটির রিপোর্টের কথা। প্রায় তিন বছর আগে ২০২২-এর ১১ এপ্রিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছিল, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি। যাদের রিপোর্টে ছত্রে ছত্রে ফুটে উঠেছিল, শিক্ষা নিয়ে কীভাবে দুর্নীতি হয়েছে এ রাজ্য়ে। বিজেপি রাজ্য়সভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, স্বচ্ছ-অস্বচ্ছ, যোগ্য়-অযোগ্য়, চাল আর কাঁকড় এটাকে আলাদা করতে পারত মুখ্য়মন্ত্রীই, তৃণমূল কংগ্রেস, পর্ষদ, তাঁর সরকার। কিন্তু তাঁরা সেটা করেননি কিছু দুর্নীতিগ্রস্ত লোককে বাঁচানোর জন্য়। পুরো নিয়োগ প্রক্রিয়াই দূষিত হয়ে গেছে এবং এমনভাবে দূষিত ও কলুষিত হয়ে গেছে যে, সংশোধনের রাস্তা নেই। ২০১৬-র SSC-র পুরো প্য়ানেল বাতিল করতে গিয়ে, এমনই মন্তব্য় করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।



















