SSC Teacher's News : দ্বিতীয়বার সমন পাঠানোর পর হাওড়া থানায় হাজিরা চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের
ABP Ananda LIVE : দ্বিতীয়বার সমন পাঠানোর পর হাওড়া থানায় হাজিরা চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের । এর আগে একবার হাওড়া থানার তরফে সমন পাঠালেও তিনি আসেননি। ১৮ই আগস্ট SSC ভবন অভিযানের আহ্বায়ক ছিলেন সুমন বিশ্বাস। অভিযান শুরুর আগেই সুমন বিশ্বাসকে আটকের অভিযোগ ওঠে। ওই ধিন বিকেল ৫টা নাগাদ মগড়া থানা থেকে বেরোন সুমন বিশ্বাস। হাওড়া থানায় হাজিরা চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের।
আরও খবর...
SSC গ্রুপ সি মামলায় ৫জনের কন্ঠস্বরের নমুনা নেওয়া নেওয়ার প্রক্রিয়া শুরু
SSC গ্রুপ সি মামলায় ৫জনের কন্ঠস্বরের নমুনা নেওয়া নেওয়ার প্রক্রিয়া শুরু । এসএসসি গ্রুপ সি মামলায় ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু। সুবীরেশ ভট্টাচার্য, পঙ্কজ বনশল, পর্ণা বসু, সমরজিৎ আচার্য সহ ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু। আদালতের নির্দেশে ৫ জনের কন্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু।


















