SSC Update: ভাতা মামলায় রাজ্য সরকারের উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়লেন বিচারপতি
ABP Ananda LIVE: গত ২৬ এপ্রিল SSC-র চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য় মাসিক ভাতা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রুপ C-র জন্য মাসে ২৫ হাজার টাকা, এবং গ্রুপ D-র ক্ষেত্রে মাসিক ২০ হাজার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে গত ৯ জুন, রাজ্য সরকারের উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানতে চান, ২০ এবং ২৫ হাজার টাকার অঙ্কটা কীসের ভিত্তিতে নির্ধারণ করলেন? কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন? যাঁরা এই টাকা পাবেন, প্রতিদানে রাজ্য তাঁদের থেকে কী পাবে? তাঁরা ঘরে বসে থাকবেন, আর সাধারণ মানুষের টাকা পাবেন? সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন? এখনই কোনও টাকা দেবেন না।

















