Suvendu Adhikari : 'নিশ্চিত থাকুন, আপনার শেষ পরিণতি জেলে', কাকে আক্রমণ শুভেন্দুর ?
ABP Ananda LIVE : বেলাগাম দুর্নীতির কারণে হাইকোর্টের পর, সুপ্রিম কোর্টেও বাতিল হল, ২০১৬ সালের SSC-র গোটা প্য়ানেল। 'পুরো বাছাই প্রক্রিয়াটিই কলঙ্কিত এবং সমাধানের বাইরে।' এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। এই বিপর্যয়ের জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা মুখ্যমন্ত্রী আবার বলেছেন, 'যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁদের পাশে থাকব, তাতে যদি বিজেপি ভাবে আমাদের সবাইকে জেলে পুরে দেবে, আমি আমন্ত্রণ জানাচ্ছি। ক্যাচ মি ইফ ইউ ক্যান।' সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সরব হয়েছে কংগ্রেসও।
SSC News: ২৬ হাজার চাকরি বাতিল
কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে, SSC-র দুহাজার ষোলো সালের পুরো প্য়ানেলই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন ২৫ হাজার ৭৫২ জন। দেশের প্রধান বিচারপতির বেঞ্চ বলল, "বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে, আর সেটা ধামাচাপা দিতে গিয়ে, অপূরণীয়ভাবে কলুষিত করা হয়েছে নিয়োগপ্রক্রিয়া।'' যদিও রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা কটাক্ষ করেছে বিরোধীরা।

















