SSKM: ইন্টার্ন চিকিৎসকদের 'হুমকি-মারধর', SSKM-এর প্রাক্তনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
SSKM Case: ইন্টার্ন চিকিৎসকদের হুমকি দেওয়া, মারধর, ডিউটি না করা, প্রভাব খাটানো; চিকিৎসক ও এসএসকেএম হাসপাতালের প্রাক্তনী রণজিৎ সাহার বিরুদ্ধে এমনই ভুরি ভুরি অভিযোগ তুললেন হাসপাতালেরই নার্স। যদিও চিকিৎসক রণজিৎ সাহা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে যখন দিকে দিকে প্রতিবাদের গর্জন উঠছে, তখন একাধিক সরকারি মেডিক্য়াল কলেজ থেকে সামনে আসছে থ্রেট কালচারের অভিযোগ।এবার চিকিৎসক ও এসএসকেএম হাসপাতালের প্রাক্তনী রণজিৎ সাহার বিরুদ্ধে মুখ খুললেন হাসপাতালেরই এক নার্স। ইন্টার্ন চিকিৎসকদের হুমকি দেওয়া ডিউটি না করা থেকে প্রভাব খাটানো, এমনকী মারধরের মতো ভয়ঙ্কর অভিযোগ তুললেন। এসএসকেএম এর নার্স কৃষ্ণা সরকার বলেন, ও যদি বলে যায় আমি আসব না, আমাকে ডাকবেন না, আপনারা যেভাবে ইচ্ছা উদ্ধার করবেন, যেখানে ইচ্ছা যাবেন, আমি আসব না। আমরা একটু ভয় পেতাম ওকে, সবাই। ভীষণ ডিপ্রেসড হয়ে যেতাম যখন ওর ডিউটি থাকত। ওর সঙ্গে ডিউটি করা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। শুধু আমি নয়, সমস্ত পিজিটি, স্যর, এরাও বলতেন, ওকে বেশি ঘাঁটিয়ে লাভ নেই সিস্টার, ওরা অন্য ডাক্তার, অন্য ইউনিট ওরা করে দিত। আমাদের সঙ্গে বাকিরা সবাই কো-অপারেট করত। যেহেতু ও ওর কাজটা করছে না এবং হুমকি তো চলতই। ইতিমধ্যেই রণজিৎ সাহার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এসএসকেএম মেডিক্য়াল কলেজ কাউন্সিল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁকে হাউস স্টাফ হিসেবে রাখা হবে না। অ্যাকাডেমিক বা অন্যান্য কোনও কর্মকাণ্ডে যোগ দিতে পারবেন না তিনি। অবিলম্বে হস্টেল খালি করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ABP Ananda LIVE