BJP: বিধানসভার ভিতরে বিধায়কদের ভূমিকা নিয়ে ওরিয়েন্টেশন কোর্স
বিধানসভার (State Legislative Assembly) ভিতরে বিধায়কদের ভূমিকা নিয়ে ওরিয়েন্টেশন কোর্স। ওরিয়েন্টেশন কোর্সের ব্যবস্থা করেছিলেন বিধানসভার অধ্যক্ষ। শিবির শুরুর সময় ৪০ জন বিধায়ক, পরে সংখ্যা বেড়ে হয় ১০০। সকাল সাড়ে এগারোটায় বিধানসভায় আসেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। বাকি বিজেপি বিধায়কদের দেখা না পেয়ে চলেও যান বঙ্কিম ঘোষ। খাতাতে সই করলেও কেটে দেন বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। 'এই কোর্সের কোনও মূল্য নেই', 'একরকম বলা হয় আর বিধানসভার ভিতরে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়', খাতাতে সই কেটে দিয়ে মন্তব্য করেন বিজেপি (BJP) বিধায়ক বঙ্কিম ঘোষ। বেরনোর সময় দেখা হয় মনোজ টিগ্গা-সহ আরও ৩ জন বিধায়কের সঙ্গে। বিধানসভায় ওরিয়েন্টেশন কোর্সে যোগ দিতে আসছিলেন বিজেপি বিধায়করা। বাকি বিজেপি বিধায়কদের সঙ্গে ফের ক্লাসরুমে ঢোকেন বঙ্কিম ঘোষ। 'এই ধরণের কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের থাকা উচিত', প্রতিক্রিয়া বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গার। বিরোধী বিধায়করা শিবিরে অংশগ্রহণ করায় খুশি হন অধ্যক্ষ।